শিক্ষা,শৃংখলা,সংযম - এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। কাতলাপুর প্রি-ক্যাডেট স্কুলের সকল সদস্য আধুনিক বিজ্ঞান সম্মত তথ্য প্রযুক্তিসমৃদ্ধ ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। এই ধারাকে অব্যাহত রাখতে প্রতিটি শ্রেণি কক্ষে বসানো হয়েছে IP Camera, sound system, স্কুল ক্যাম্পাসে CC Camera. পাঠ্যপুস্তকের কঠিন ও জটিল অধ্যায় গুলোকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল কন্টেন তৈরি করে অতি সহজ ভাবে উপস্থাপন করা হচ্ছে। আশা করছি অত্র বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী পরিপূর্ন অর্থে শিক্ষা গ্রহন করবে এবং জীবনের প্রতিটি পদে তার স্বাক্ষর রেখে যাবে।